পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের মালি সীমান্তের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে জিহাদিদের হামলায় ৭১ জন সেনা সদস্য নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
১০ ডিসেম্বর, মঙ্গলবার শত শত জেহাদি শেলিং ও মর্টার নিয়ে সেনা ক্যাম্পে এই হামলা চালায়। পশ্চিমাঞ্চলে তিলাবেরী এলাকায় ঘটে যাওয়া এই হামলা ২০১৫ সালে সহিংসতার শুরুর পর থেকে হওয়া সবচেয়ে ভয়ঙ্কর হামলা।
নাইজারের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলায় মোট ৭১ সেনা সদস্য মারা গেছেন এবং আহত হয়েছেন ১২ জন। তবে, এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে আরো জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে আরো বলা হয়, ভারি অস্ত্র নিয়ে শত শত সন্ত্রাসী এই হামলা চালিয়েছে এবং বিপুল সংখ্যক সন্ত্রাসীকে প্রতিহত করেছে সেনা বাহিনী।
প্রসঙ্গত, হামলায় ৬০ জনের বেশী সেনা সদস্য নিহত হয়েছেন বলে আগে খবর প্রকাশ করা হয় পরে তা পরিবর্তন করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, এই আকস্মিক হামলার কারণ এখনো জানা যায় নি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম