9:42 AM, 13 November, 2025

আরব আমিরাতের বুকে একটুকরো বাংলাদেশ

FB_IMG_1553624538969-01
এস রহমান সোহেল,
আরব আমিরাত সংবাদদাতাঃ 
………………………………………
বাংলাদেশের স্বাধীনতা দিবস  স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন হলো বাংলাদেশের লাল-সবুজের পতাকার আদলে আলোক সজ্জা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সাত লাখ বাংলাদেশির দীর্ঘ প্রতীক্ষার ফসল এটি। ২৬ মার্চ দুবাইয়ে অবস্থিত এই ভবনে লাল সবুজের পতাকার দেখা মিলে  স্থানীয় সময় রাত ৯ টা ৪০ মিনিটে।  ২৫ সেকেন্ড স্থায়ী ছিল এই আলোক সজ্জা।
 দুই হাজার ৭১৬ ফুট উচ্চতার এই ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ১৬৯ তলাবিশিষ্ট ভবনটি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের নামে নামকরণ করা হয়েছে।
প্রথমবারের মতো লাল সবুজের রঙ মাখলো বিশ্বের এই উঁচু ভবন। এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন। বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে দুবাই প্রকম্পিত হয়। এখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ করে দুবাইয়ের শাসকের প্রশংসা করে বাংলাদেশীরা বলেন, ‌বাংলাদেশের প্রতি তিনি যে সম্মান দেখালেন তাতে আমরা মুগ্ধ ও কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *