বাংলাদেশের ন্যায় ভারতেও বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ রপ্তানিকারক দেশটিতে পরিস্থিতি এমন হয়েছে যে, এখন পেঁয়াজের থেকে সস্তায় বিক্রি হচ্ছে আপেল। পশ্চিমবঙ্গের মতো বিহার প্রদেশের প্রতি কেজি পেঁয়াজের দাম বাজারে ভেদে ৭০ থেকে ৮০ টাকা।
তাই দেশটির সরকার পরিস্থিতি সামাল দিতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছেন ৩৫ টাকা কেজিতে। কিন্তু সরকারি কর্মীরা পেঁয়াজ বিক্রি করছেন হেলমেট পরে। যাতে করে হুড়োহুড়ির মধ্যে পড়ে মাথায় কোনো প্রকার আঘাত না পান। ভারতের সংবাদ সংস্থা জি নিউজ ও সংবাদ প্রতিদিন এমন খবর প্রকাশ করেছে।
বিহার স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে ব্যক্তি প্রতি ২ কেজি পেঁয়াজ দেয়া। তবে কারো বাড়িতে বিয়ে থাকলে তাদের বিয়ের কার্ড দেখাতে হচ্ছে। তাহলেই মিলবে ২৫ কেজি পেঁয়াজ। এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে বহু জায়গায় পদপৃষ্টের ঘটনা ঘটেছে। সেকথা মাথায় রেখে ৩০ নভেম্বর, শনিবার হেলমেট পরে বাজারে এসেছেন তারা।
রাজ্য সরকারের কর্মকর্তা রোহিত কুমার সংবাদমাধ্যমে জানান, পেঁয়াজ বিক্রি করার সময় পাথর ছোঁড়া ও পদপৃষ্টের মতো ঘটনা ঘটেছে। সরকার কোনো পুলিশ দেয়নি। তাই এভাবেই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছি।
পেঁয়াজ নিয়ে একই অবস্থা দেশটির বহু রাজ্যে। পশ্চিমবঙ্গে পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা প্রতি কেজি দরে। পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে ১.২ লাখ কেজি পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেঁয়াজ আমদানি করার কথা হচ্ছে মিশর, তুরস্ক, নেদারল্যান্ডসসহ আরো বেশ কয়েকটি দেশ থেকে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম