8:06 AM, 13 November, 2025

সৌদি থেকে ফিরতে চান আরো ৩৫ নারী

bd-woman-in-saudi

সৌদি আরব থেকে দেশে ফেরার আকুতি জানিয়েছেন আরো ৩৫ বাংলাদেশি নারী শ্রমিক। তারা প্রাণ বাঁচাতে এক ভিডিওর মাধ্যমে এ আকুতি জানান। গতকাল ২৭ নভেম্বর, বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাকের অভিবাস কর্মসূচির প্রধান শরিফুল হাসান।

তিনি জানান, সৌদি আরব থেকে পরপর দুই নারীকর্মীকে উদ্ধারের ঘটনা দেখে ভিডিও প্রকাশ করেছেন সেখানে অবস্থানরত আরো ৩৫ জন বাংলাদেশি নারী।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে অবস্থানরত এসব নারী শ্রমিক কান্নাজড়িত কণ্ঠে দেশটিতে তাদের বর্তমান দুর্বিষহ জীবনের কথা বর্ণনা করছেন। তারা কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনার আবেদনও জানান। দ্রুত দেশে ফিরতে নির্যাতিত এসব নারীরা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপও কামনা করেছেন।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেছেন, ‘এই নারীদের আমার স্যালুট। রাষ্ট্র বা নিয়োগকর্তা কেউই তাদের শেখায়নি। তারা নিজেরাই এই কৌশল নিয়েছেন।’

তার ভাষ্য, ‘আমি গত ১০ বছর যাবত বলছি, আমাদের মেয়েদের শুধু একটা মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হোক। তারা যেন বিপদে পড়লে সংশ্লিষ্টদের বিষয়টি জানাতে পারেন। দেখবেন তখন সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু আফসোস সৌদিরা আমাদের মেয়েদের কোনো ধরনের মোবাইল ব্যবহার করতে দেয় না।’

শরিফুল হাসান বলেন, ‘হুসনা ও সুমীরা বহু কষ্ট করে লুকিয়ে যোগাযোগ করেছিলেন। আমার ভয় হচ্ছে এতগুলো ভিডিও প্রকাশের পর সৌদিরা হয়তো আরো কঠোর অবস্থান গ্রহণ করবে।’

বাংলাদেশি নারী শ্রমিকরা যাতে মোবাইল ব্যবহার করতে পারে সেই দাবি রাষ্ট্রীয়ভাবে তোলা উচিত বলেও মনে করেন তিনি।

দেশে ফেরার আকুতি জানিয়ে কয়েকদিন আগে ভিডিও প্রকাশ করেছিলেন হবিগঞ্জের হুসনা আক্তার। গতকাল বুধবার রাতে দেশে ফিরিয়ে আনা হয় তাকে। এর আগে গত ১৫ নভেম্বর একইভাবে দেশে ফিরিয়ে আনা হয় পঞ্চগড়ের সুমী আক্তার নামের অপর এক নারীকে।