সিরিয়ার গৃহযুদ্ধে ২৯ হাজারের বেশি শিশু নিহত

আট বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। সম্প্রতি বেসরকারী একটি সংস্থার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
লন্ডনভিত্তিক সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বেশিরভাগ শিশু সিরিয়ার সরকারী বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে। এতে বলা হয়, ২০১১ সালের মার্চ থেকে ২০১৯ সালের ২০ নভেম্বর পর্যন্ত সময়ে প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনীর হামলায় ২২ হাজার ৭৫৩ টি শিশু নিহত হয়।
সরকারী বাহিনীর রাসায়নিক হামলায় কমপক্ষে ১৮৬ টি শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া বাশার বাহিনী দ্বারা অবরুদ্ধ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অপুষ্টি এবং ওষুধের ঘাটতি থাকার কারণেও ৩০৫ জন শিশু মারা যায়।
এদিকে সিরিয়ায় অবস্থান করা রুশ বাহিনীর হামলায় ১ হাজার ৯২৮টি শিশু প্রাণ হারিয়েছে। অপরদিকে সরকার বিরোধীদের হামলায় ৯৮৪ শিশু প্রাণ হারিয়েছে। জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় ৯৫৬ জন, যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক জোটের হামলায় ৯২৪ জন এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স(এসডিএফ) ২১৪ জন শিশুকে হত্যা করেছে।
এছাড়া ৫ হাজার ৩৪ জন শিশু সরকারী এবং বিদ্রোহী গ্রুপের আটক কেন্দ্রে বন্দী অবস্থায় আছে। এদের মধ্যে ৩ হাজার ৬১৮ টি শিশুকে সরকার আটক কেন্দ্রে রেখেছে। অপরদিকে ৭২২টি শিশু ওয়াইপিজি নামক কুর্দি গোষ্ঠীর আটক কেন্দ্রে রয়েছে।
এই প্রতিবেদনে এসডিএফের মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনাও তুলে ধরা হয়। বিশেষ করে শিশুদের জোর করে যুদ্ধের কাজে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়। এতে বলা হয়, ২০১৪ সাল থেকে ৮৬ জন শিশুকে বাধ্যতামূলকভাবে সৈন্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এদের মধ্যে ২৩ জন যুদ্ধে মারা যায়।
এছাড়া আইএস নিয়ন্ত্রিত এলাকায় ৩২৬টি শিশুকে আটকে রেখেছে আইএস জঙ্গিরা।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে শিশু অধিকার বিষয়ক কনভেনশনকে অনুমোদন দিয়েছে সিরিয়া। তবে সিরিয়ায় বর্তমানে বিবদমান বিভিন্ন গ্রুপের সঙ্গে দেশটির সরকারও প্রতিনিয়তই শিশু অধিকার লংঘন করে চলছে।
উল্লেখ্য, আরব বসন্তের প্রভাবে ২০১১ সালের দিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সাধারণ জনগণ। এই আন্দোলনের ঝাপটা সিরিয়ার উপরও পড়ে। ফলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাশার সরকার সেই আন্দোলন নির্মমভাবে দমন করার চেষ্টা করে। এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। যা এখনও অব্যাহত আছে। বর্তমানে সিরিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন শক্তিও জড়িয়ে পড়েছে। ভয়াবহ এই যুদ্ধে এখন পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৯৪৮জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
