2:03 AM, 13 November, 2025

শিগগির ক্ষমতা ছাড়ছেন না মাহাথির

mahathir-md

শিগগিরই পদ ছাড়ছেন না মালয়েশিয়ার বর্ষীয়ান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। সম্প্রতি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি।

জানা গেছে, এক সময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের দলের সঙ্গে জোট করে মালয়েশিয়ার নির্বাচনে জয়লাভ করে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী হন মাহাথির। তিনি ইব্রাহিমের হাতে নির্বাচনের দুই বছরের মাথায় দায়িত্ব হস্তান্তর করবেন বলে নির্বাচনের আগে ‘শর্ত’ দেয়া হয়েছিলো তাকে। তা মেনেই নির্বাচনে জোটবদ্ধ হয় মাহাথির ও ইব্রাহিমের দল।

এসব বিষয়ে মাহাথির বলেন, ‘দায়িত্ব গ্রহণের সময় তার পদত্যাগের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা তারিখ উল্লেখ করা হয়নি। ফলে এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।’ তার ভাষ্য, ‘এটা নির্ভর করবে আমরা যেসব সমস্যা মোকাবিলা করছি সেগুলো সমাধানের ওপর।’

৯৪ বছর বয়সী মাহাথির বলেন, ‘অর্থনৈতিক সমস্যা সমাধানে আমার কিছু অভিজ্ঞতা আছে। তারা (দল ও জোট) চাচ্ছেন আমি যেন পদত্যাগের আগে এসব সমস্যার সমাধান করি।