3:49 AM, 13 November, 2025

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭

seven_killed_in_bomb_blast_kabul

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে একটি গাড়ি বিস্ফোরণে ৭জন সাধারন মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭জন গুরুতর আহত হন। সরকারি মুখপাত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

১৩ নভেম্বর, বুধবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন সন্ত্রাসী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

সরকারি মুখপাত্রের মতে, এই ঘটনার ঠিক একদিন আগে হাক্কানি জঙ্গি সংগঠনের দুই তালেবান কমান্ডারসহ এক নেতাকে মুক্তি দিয়েছে আফগান সরকার। তারা ধারণা করছেন এই বিস্ফোরণের পেছনে সংগঠনটির হাত রয়েছে।

উল্লেখ্য, একজন আমেরিকান ও একজন অস্ট্রেলিয়ান অধ্যাপকের মুক্তিপন হিসেবে এই ২ কমান্ডার ও নেতাকে মুক্ত করে আফগান সরকার।