যুদ্ধের ক্ষতিপূরণের নামে মার্কিন সরকার ইরাক থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি তেল লুটছে বলে অভিযোগ করেছেন ইরানি আলেম আয়াতুল্লাহ মোওয়াহ্হেদি কেরমানি। বিগত ১৬ বছর ধরেই এই তেল লুণ্ঠন চলছে বলেও জানান তিনি। কেরমানি একই সঙ্গে ইরাকের অর্থনৈতিক সঙ্কটের অন্যতম প্রধান কারণ হিসেবে মার্কিনিদেরই দায়ী করেন।
গতকাল ১ নভেম্বর, শুক্রবার রাজধানী তেহরানে জুমা নামাজের খুতবায় তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে পার্স টুডে।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী এই খতিব বলেন, ‘শত্রুরা এ অঞ্চলের দেশগুলোতে গণ-আন্দোলনের নামে দাঙ্গা-হাঙ্গামা বাঁধানোর এবং সেগুলোকে অপব্যবহারের চেষ্টা করছে। ’
[caption id="" align="alignleft" width="470"]
আয়াতুল্লাহ মোওয়াহ্হেদি কেরমানি। ছবি : সংগৃহীত[/caption]
তিনি জানান, ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যেই সহিংসতাকে মদদ দিচ্ছেন। এছাড়াও সহিংসতা নিয়ন্ত্রণ না করতে ইরাকি পুলিশ বাহিনীর প্রতিও আবেদন জানাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত।
কেরমানি আরো বলেন, ‘পশ্চিমাদের মদদপুষ্ট কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠী কারবালা ও বসরায় অপরাধযজ্ঞ চালিয়েছে। ইরাকের জনগণের উচিত এই অপরাধীদের থেকে দূরে থাকা।’
দেশটির সংকট সমাধানের বৈধ পন্থার আশ্রয় নেয়ার ওপর গুরুত্বও আরোপ করেন কেরমানি। তিনি বলেন, ‘ধর্মীয় নেতৃবৃন্দ ও বৈধ সরকারের তত্ত্বাবধানে সমস্যাগুলো সমাধান করতে ইরাকের জনগণ সক্ষম।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম