লেবাননে সরকার বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। মূলত সরকারের দুর্নীতির বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে অচল হয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যের এই দেশটি। ২৯ অক্টোবর, মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
দেশটির টেলিভিশন ভাষণে সাদ হারিরি বলেন, ‘জটিল সংকটে পড়েছে লেবানন। এ পরিস্থিতি থেকে উত্তরণ দরকার। এ জন্য প্রেসিডেন্ট মাইকেল আওনের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তবে কবে তিনি পদত্যাগ করবেন তার বিস্তারিত উল্লেখ করেননি।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ কলের ওপর কর বসানোর প্রতিবাদে দুই সপ্তাহে আগে লেবাননে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন বিক্ষোভকারীরা। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে বিভক্ত লেবাননে এমন বিক্ষোভ নজিরবিহীন। সরকারবিরোধী এই বিক্ষোভে সে বিভক্তি কাটিয়ে সব ধরনের মানুষ নেমেছে রাজপথে। বন্ধ রয়েছে অফিস-আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।
যদিও প্রতিবাদের মুখে সরকার এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। তিনবারের প্রধানমন্ত্রী হারিরি একটি জাতীয় ঐক্য সরকারের নেতৃত্বে ছিলেন। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কয়েকটি বিরোধী দলও। টানা বিক্ষোভে অচল হয়ে পড়ে লেবাননের বড় শহরগুলো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম