লাখো মানুষের বিক্ষোভের জেরে চিলির পুরো মন্ত্রিসভা বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। দেশটির রাজধানী সান্তিয়াগোতে চলমান আন্দোলনে উত্থাপিত দাবি রক্ষায় এবং সংস্কারের লক্ষে মন্ত্রিসভা বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত ২৫ অক্টোবর, শুক্রবার চিলির রাজধানী সান্তিয়াগোতে শান্তিপূর্ণ এক সমাবেশে মিলিত হন দশ লাখেরও বেশি মানুষ। সেখানে সামাজিক ন্যায়বিচারের দাবি তোলেন বিক্ষোভকারীরা।
রাস্তা থেকে জনতার উত্থাপিত দাবি শুনেছেন উল্লেখ করে প্রেসিডেন্ট পিনেরা বলেন, ‘আমরা একটি নতুন অধ্যায়ে রয়েছি। চিলি এক সপ্তাহ আগে যা ছিল তার থেকে এখন অনেক আলাদা।’
লাতিন আমেরিকার শান্তিপ্রিয় দেশ হিসেবেই পরিচিত চিলি। মেট্রোতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সম্প্রতি সান্তিয়াগোতে প্রথম আন্দোলনে নামে জনতা। এর মাঝেই দেশটিতে বিদ্যমান বৈষম্য ও জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয়ের গল্প উঠে আসে। এতে আন্দোলনটি ব্যাপক বিক্ষোভে রূপ নেয়।
কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত এ বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ১৯ ব্যক্তি। আর আহত হয়েছেন শতাধিক। বিক্ষোভ দমাতে আটক করা হয়েছে সাত হাজারেরও বেশি মানুষকে। তবে বর্তমানে অবস্থা শিথিল রয়েছে এবং কারফিউ তুলে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, বিক্ষোভের অবসান ঘটাতে গত বুধবার বেসিক পেনশন বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি সহ সংস্কারের একটি প্যাকেজ ঘোষণা করেন রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম