ইংল্যান্ডের এসেক্স শহরে একটি লরিতে কন্টেইনারের ভেতর থেকে ৩৯টি লাশ উদ্ধার করেছে পুলিশ। বিবিসির এক খবরে বলা হয়েছে, বুধবার লাশগুলো এসেক্সের গ্রেইসের ওয়াটারগ্লাড শিল্পপার্কে পাওয়া যায়। পরে পুলিশ স্থানীয় সময় দুপুর ১টা ৪০মিনিটে অ্যাম্বুলেন্স ডেকে লাশগুলো মর্গে পাঠায়।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, মরদেহের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক আর একজন কিশোর রয়েছে। শনিবার বুলগেরিয়া থেকে হলিহেড হয়ে ইংল্যান্ডে প্রবেশ করে ওই লরিটি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছেন। তবে এটি খুবই সময়সাপেক্ষ ব্যাপার বলে জানানো হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই লরির চালককে গ্রেফতার করেছি। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে। ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম