ইরানকে মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য বহু শত কোটি ডলার বরাদ্দ দিতে জাতীয় সংসদ নেসেটের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৩ অক্টোবর, বৃহস্পতিবার নব নির্বাচিত নেসেট সদস্যদের শপথ গ্রহণ শেষে এমন মন্তব্য করেন তিনি।
ইরানকে ইসরায়েলের জন্য মারাত্মক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে এসময় নেতানিয়াহু উল্লেখ করেন। সৌদি আরবের আরামকো তেল স্থাপনা এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার জন্য তিনি ইরানকেই অভিযুক্ত করেন। এমন খবর প্রকাশ করেছে পার্সটুডে।
এ সময় নেতানিয়াহু বলেন, ‘ইরানের পক্ষ থেকে প্রতিদিন যে ঝুঁকি বেড়ে চলেছে তা মোকাবেলার জন্য ইসরায়েলকে অবশ্যই বহু শত কোটি ডলার প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘ইরানকে মোকাবেলার জন্য এখনই বহু কোটি ডলার বাজেট বরাদ্দ দিতে হবে এবং প্রতিবছর এই বাজেট বাড়াতে হবে।’
প্রসঙ্গত, যখন জোট সরকার গঠনের ব্যাপারে নেতানিয়াহু হিমশিম খাচ্ছেন এবং ভবিষ্যতের প্রধানমন্ত্রীত্ব ঝুঁকির মুখে, ঠিক তখনই তিনি এই আগ্রাসী মন্তব্য করলেন। সৌদি আরব, আমেরিকা এবং ইরানের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন নেতানিয়াহু সামরিক বাজেট বাড়ানোর কথা বলেন। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে।
