এস রহমান সোহেল,
আরব আমিরাতঃ
দুবাই আল আবীরে গতকাল ১০এপ্রিল রাতে আবীর ব্যাবসায়ী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান বলেন বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার, প্রবাসীদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
তিনি আরো বলেন অতিতে যেকোনো সময়ের চেয়ে বর্তমানে কনস্যুলেটের সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা, আপনাদের যেকোনো সমস্যা অভিযোগ আমাকে সরাসরি জানাবেন।
ইকবাল হোসেন খান অরো বলেন অতিতে বাংলাদেশীদের মরাদেহ দেশে পাঠাতে হলে চাদা তোলে পাঠানো হতো, বর্তমানে তা সম্পূর্ণ রুপে বন্ধ করা হয়েছে, কনস্যুলেটের দায়ীত্বে লাশ দেশে পাঠানো হচ্ছে, এবং মৃত ব্যক্তির কাগজপত্র সঠিক থাকলে দেশে যাবার পরে তার পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩লক্ষ ৩৫হাজার টাকা প্রধান করা হয়, যা আগের সরকারের আমলে ছিলনা।
আবীরের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব উসমান সাহেবের সভাপতিত্বে ও ব্যাবসায়ী হামিদ আলী ও ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যাবসায়ী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ,কে, আবদুল মোমেন সাহেবের পি,আর,জনাব কয়েস চৌধুরী। প্রধান আলোচক হিসাবে ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশী কমিউনিটি ব্যক্তিত্ব অধ্যাপক এম এ সবুর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, আবীরের ব্যাবসায়ী ও মতবিনিময় সভার প্রধান উদ্যোক্তা জনাব হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম, মোহাম্মদ ইয়াকুব, জসিম উদ্দিন পলাশ, কাছা উদ্দীন কাছা,, হাজী আনিসুর রহমান, কায়েস,বাবলু আহমেদ, সহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ইলিয়াস চৌধুরী।