8:08 AM, 13 November, 2025

৬ শর্তে ইন্টারনেট মিলছে কাশ্মীরে!

untitled-1_5728

কাশ্মীরে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে পুলিশকে মুচলেখা দিতে হচ্ছে। ন্যূনতম ৬ দফা শর্ত পূরণ হলে তবেই মিলবে ছাড়পত্র। মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না বা এনক্রিপটেড ফাইল আপলোড করা যাবে না, নেটওয়ার্কের সব ইউএসবি পোর্ট ডিসাবেল করে রাখা হবে- এই শর্তেই অফিসগুলিকে নেট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

গত দু’সপ্তাহে কাশ্মীরের ১০০টির বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের ছাড়পত্রের ভিত্তিতেই এইসব প্রতিষ্ঠানকে  ইন্টারনেট ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন পুলিশের শীর্ষ কর্তা ও সরকারি দফতরেরও নেট পরিষেবা দেওয়া হয়েছে।

মোটের উপর ছয়’টি শর্ত পূরণ করতে হচ্ছে ইন্টারনেট পরিষেবা মেলার ক্ষেত্রে। মুচলেখায় বাধ্যতামূলকভাবে লিখতে হবে, ব্যবসায়িক প্রয়োজনেই ইন্টারনেট ব্যবহার করা হবে। এই ছয়’টি শর্তের মধ্যে উল্লেখযোগ্য…

১) নির্ধারিত আইপি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং, ভিপিএন বা ওয়াইফাই ব্যবহার করা যাবে না।
২) আইপি দিয়ে এনক্রিপটেড ফাইল ব্যবহারের মাধ্যমে কোনও ভিডিও বা ছবি আপলোড করা যাবে না।
৩) নথিভুক্ত পিসির মাধ্যমে নির্দিষ্ট জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করতে হবে।
৪) নেটওয়ার্কে ইউএসবি পোর্ট ডিসাবেল রাখতে হবে।
৫) ইন্টারনেট ব্যবহারের নিয়ম লঙ্ঘন বা অপ-ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠান দায়ী থাকবে।
৬) প্রয়োজনে সুরক্ষার স্বার্থে সংস্থা সব ধরনের সহযোগীতা করবে।