9:56 PM, 12 November, 2025

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

IMG_20190416_174229
মোঃ ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে  স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার’ এই স্লোগানকে রেখে
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভা  কক্ষে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ এ ভিডিও কনফারেন্স ও আলোচনা সভার আয়োজন করে।
ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ আতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মনিরুজজামান, সিভিল সার্জন ডা: আবু মোহাম্মদ খয়রুল কবির প্রমুখ।
আলোচনা শেষে সাংসদ রমেশ চন্দ্র সেন, এমপি জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা:মনিরুজ্জামান, পি পি এম,  সিভিল সার্জন ডা: আবু মোহাম্মদ খয়রুল কবির সহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ও কবুতর উড়িয়ে  স্বাস্থ্য সপ্তাহের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।