দেবীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস রবিবার পালিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিজি স্বাস্থ্য অধিদপ্তর যৌথ্যভাবে দিবসটি পালনের আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষ্যে একটি র্যালী হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । বক্তারা বলেন ,জলাতঙ্ক নির্র্র্মূলে টিকাদানই মূখ্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাছিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছলিমুল্লাহ,দন্ডপাল ইউপি চেয়ারম্যান জামিদুল ইসলাম। জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ,কর্মচারী ,শুশিল সমাজের প্রতিনিধিরা সভাং অংশ নেন।
