11:11 PM, 12 November, 2025

ছদ্মবেশী যেসব ক্যান্সার

overean-cancer

অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিশ্বজুড়েই ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। অনেক ক্ষেত্রেই এর প্রতিকার প্রায় অসম্ভব। জানলে অবাক হবেন যে, কিছু কিছু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে একদমই ধরা পরে না। এগুলো অন্য উপসর্গের ছদ্মবেশে মানব দেহে ঘাপটি মেরে থাকে। চলুন জেনে নিই সেই ক্যান্সারগুলো সম্পর্কে-

কিডনির ক্যান্সার : এই ক্যান্সারের উপসর্গগুলো খুবই সাধারণ, যে কারণে অনেকে বুঝতেই পারেন না এতে কি বিপদের সম্ভাবনা আছে। কোমর ব্যথা, সারাদিনই ক্লান্ত লাগা, প্রস্রাবে রক্ত যাওয়া এসবের প্রাথমিক লক্ষণ। সাধারণ পরীক্ষায় এই ক্যান্সার ধরাও পড়ে না। তাই গুরুত্বের সঙ্গে পরীক্ষা করাতে হবে।

ওভারিয়ান ক্যান্সার : পেটের গভীরে থাকার কারণে এই ক্যান্সার সহজে ধরা পড়ে না। মাত্র ২০ শতাংশই ধরা পড়ে। একেবারে চতুর্থ স্টেজে যাওয়ার পরে ধরা পড়ে এই ক্যান্সার। তাই নারীদের নিজের যত্নে বিশেষভাবে মনোযোগী হতে হবে। প্রয়োজনে আগেই এর প্রতিষেধক টিকা নেয়া যেতে পারে। এতে অনেকটাই কমে যাবে ঝুঁকি।

প্যানক্রিয়াটিক ক্যান্সার : কোনো ব্যথা অনুভব না করায় এই ক্যান্সারও সহজে ধরা পড়ে না। ধীরে ধীরে ভিতরেই শক্তি সঞ্চয় করতে থাকে এই ক্যান্সার। তবে এরও কিছু লক্ষণ আছে, সেগুলো দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

যকৃতে ক্যান্সার : এই ক্যান্সারেরও কোনো উপসর্গ নেই। বিশেষ করে টিউমারটি যদি আকারে ছোট হয়। একেবারে শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে এই ক্যান্সার।

মস্তিষ্কের ক্যান্সার : মস্তিষ্কের ক্যান্সারও অনেক দেরিতে ধরা পড়ে। কাছের কারো ব্যক্তিত্বে পরিবর্তন, কথা জড়িয়ে যাওয়া, হাত-পা কাঁপার মতো উপসর্গগুলো দেখা দিলে একদমই দেরি করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং এমআরআই বা সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় বাকি পরীক্ষাগুলো সেরে নিন।