প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১২:০২ পি.এম
টাঙ্গাইলের কালিহাতীতে এনসিসি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ অভিযোগে ব্যাংক ঘেরাও

জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) কালিহাতী উপজেলার রামপুর শাখার ব্যাংক কর্মকর্তা কর্তৃক গ্রাহকদের প্রায় টাকা আত্মসাৎ এর অভিযোগে ব্যাংক ঘেরাও করে রেখেছে স্থানীয় গ্রাহকরা। এ নিয়ে ব্যাপক উত্তেজনা বিড়াজ করছে। এ বিষয়ে ছবি তুলতে গেলে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করে ব্যাংকের স্থানীয় দালালরা।
স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেন দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থায় পরিবারের মাধ্যমে এনসিসি ব্যাংক রামপুর শাখায় ৩৫ লাখ টাকা এফডিআর হিসাবে জমা রাখেন। গতকাল রবিবার সে ওই এফডিআর বিষয়ে জানতে আসলে জানতে পারেন তার একাউন্টে কোন টাকা নেই এবং এফডিআরটিও জাল! এরপর একে একে ধরা পরে ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম ইউছুবের জালিয়াতির ঘটনা। সে স্বাক্ষর জাল করে পুরো টাকাই তুলে ফেলেছে। এরপর সকল গ্রাহকের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অন্যান্য গ্রাহকরাও ব্যাংক এসে হিসাব নিতে এসে দেখে, আরো ৮ জনের ৬২ লাখ জালিয়াতির প্রমানিত হয়। এ সময় ব্যাংকে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ব্যাংক স্টাফদের অবরুদ্ধ করে রাখে।
টাকা ফেরত দেয়ার দাবী জানান। গ্রাহকদের সকল টাকা ফেরৎসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে তারা।
এদিকে এ ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত কর্মকর্তা।
অপরদিকে এ ঘটনায় ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা তদন্ত শুরু করেছেন। তবে তিনি মিডিয়ার সামনে কোন কথা না বলে বাকবিতন্ডা করেন।
৬২ লাখ টাকা জালিয়াতির কথা স্বীকার করে গ্রাহকদের টাকা ফেরত দেয়া হবে জানালেন ব্যাংকটির ম্যানেজার।
এছাড়াও ওই ব্যক্তি অন্যান্য গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে আরো প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করার কথাও স্বীকার করেছেন সে অভিযুক্ত মনিরুল ইসলাম ইউছুব। এ ব্যাংকে চাকরী করার আগে তিনি ঢাকায় স্টান্ডাট চার্টাড ব্যাংকে মার্কেটিং বিভাগে চাকুরী করেছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম