আইনজীবীদের সাথে দেখা করতে ঢাকার পথে মিন্নি

বরগুনা প্রতিনিধিঃ
বিনা পারিশ্রমিকে উচ্চ আদালতে আইনি লড়াই করা আইনজীবীদের ধন্যবাদ জানাতে ঢাকা আসছেন বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার জামিনে থাকা আসামি নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে বাবা মোজাম্মেল হোসেনের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। আগামীকাল (২২ সেপ্টেম্বর) রোববার মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার সুপ্রিম কোর্টস্থ চেম্বারে তার পক্ষে লড়া সব আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে আদালতের নিষেধ থাকায় মিডিয়ার সঙ্গে কথা বলবেন না তিনি।
এর আগে, গত ২ সেপ্টেম্বর হাইকোর্টের দেয়া জামিন চেম্বার আদালত বহাল রাখায় কারাগার থেকে মুক্তি পান মিন্নি। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দীন।
