12:33 AM, 13 November, 2025

নবাবগঞ্জ প্রশাসনের উদাসিনতায় প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিতে

fgdgfdgfghghj

এম এ সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯১নং সিরাজ ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা ঘেষে কয়েকটি ইউক্যালিপ্টাস গাছ থাকায় বিদ্যালয়সহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদ্যালয়টি রয়েছে চরম ঝুকিতে।
সরে জমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় চলাকালিন সময়ে প্রাকৃতিক দুর্যোগ আসলে বিদ্যালয়ের শিক্ষার্থী, বিদ্যালয়ের কর্মরত শিক্ষকসহ বিদ্যালয়ের অপূরনীয় ক্ষতি সাধিত হইবে।
এ ব্যাপারে সিরাজ ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, এ বিষয়ে আমি গত ইং ১৫/৭/১৮, ২৬/৯/১৮ এবং ২৮/৭/১৯ তারিখে উপজেলা সহকারী শিক্ষা অফিসার বরাবর বিদ্যালয়ের ঝুকির্পূন গাছ অপসারনের বিষয়ে লিখিত ভাবে আবেদন করেছি। তৎকালিন সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াকিল ঝুকিপূর্ণ গাছগুলো অপসারনের জন্য সুপারিশ করলেও অনাকাঙ্খিত কারনে এই বিদ্যালয়ের ঝুকিপূর্ণ গাছগুলো অপসারনের কোন পদক্ষেপ গ্রহণ করছে না উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে সিরাজ ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোরশেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ইউক্যালিপ্টাস গাছগুলোর ব্যাপারে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি অথচ বিদ্যালয়ের প্রতি তার সঠিক নজর না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ বিদ্যালয়ের আশপাশের বাড়ি ঘর এবং বিদ্যালয়টি চরম ঝুকিতে রয়েছে। তিনি আরো বলেন সিরাজ ফকির পাড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহমান রয়েছে করতোয়া নদি আর বিদ্যালয়ের নিকটে এসে পৌচেছে নদীর পাড়, যে কোন সময় নদী গর্ভে যেতে পারে বিদ্যালয়টি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন,ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর গাছ অপসারনের জন্য গত মাসিক মিটিং এ অনুমোদন করেছি । তবে সিরাজ ফকির পাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদন করার পর কোন যোগাযোগ না করায় অনুমোদন প্রদান করা হয়নি।