জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট : প্রধান উপদেষ্টা

(বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের কার্ষক্রম কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। এছাড়া আগামী সংসদ দ্বিকক্ষবিশিষ্ট হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
