মো: অলিউর রহমান লিমন, ঢাকা (বিভাগীয়) প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় আগুনের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ডিইপিজেড ফায়ার সার্ভিস সূত্র তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সন্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া থানার এসআই সুদীপ বলেন, আমরা কারখানা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছি। এদের একজন নারী ও ২ জন পুরুষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া না গেলেও তারা কারখানার শ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম