1:59 AM, 13 November, 2025

হোসেনপুরে ইউপি সদস্যদের নিয়ে চেয়ারম্যানের তাবলীগ জামাত

IMG_20220110_225418

হোসেনপুর সংবাদদাতাঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২নং সিদলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ার্ড মেম্বাদের নিয়ে ৩দিনের তাবলীগ জামাতে বের হয়েছেন।

উপজেলার ২নং সিদলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন তার অধীনস্থ ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত সকল সদস্যদের নিয়ে গত ৮ তারিখ গত শনিবার দ্বীনের কাজে ৩দিনের তাবলীগ জামাতে বের হয়েছেন। চেয়ারম্যান এবং সদস্যদের পাশাপাশি স্থানীয় আরও অনেকের আগ্রহের কারনে প্রায় ২০ সদস্যের একটা টিম নিয়ে পিতলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সকাল ১১ঘটিকায় একই উপজেলার পাশ্ববর্তী জিনারি ইউনিয়নের হাজিপুর বাজার জামে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যান এবং বর্তমানে তারা ওখানেই অবস্থান করছেন। ৩দিনের এই তাবলীগ জামাতে চেয়ারম্যানের সাথী হিসেবে আছেন ১নং ওয়ার্ডের মোঃ বাচ্চু মিয়া, ২নং ওয়ার্ডের মোঃ কামরুজ্জামান কাঞ্চন, ৩নং ওয়ার্ডের মোঃ ইকবাল হোসেন ফকির, ৪নং ওয়ার্ডের সার্জেন্ট অবঃ মোঃ মোশাররফ হোসেন, ৫নং ওয়ার্ডের মোঃ আবুল কাশেম, ৬,নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ, ৭নং ওয়ার্ডের মোঃ ওমর ফারুক, ৮নং ওয়ার্ডের মোঃ তাইজুল ইসলাম তাজু এবং ৯নং ওয়ার্ডের মোঃ কামাল হোসেন।
চেয়ারম্যান মেম্বারদের এমন ব্যাতিক্রমী উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সর্বমহলেই এ নিয়ে বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। চায়ের দোকান, হাট বাজার, খেতে খামারে, রাস্তাঘাটে সর্বত্রই চলছে আলোচনা, সকলের মুখেই চেয়ারম্যান মেম্বারদের প্রশংসা।
এদিকে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এমন কাজে সাড়া পড়েছে আলেম সমাজেও। আর তাই কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর উপজেলা থেকে আলেম ওলামারা এসে দেখা করে নছিহত করে যাচ্ছেন এবং সার্বক্ষণিক খোজ খবর রাখছেন।
তাবলীগের এই বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রথমত আমরা মুসলমান আর একজন মুসলমান হিসেবে তাবলীগ জামাতে সময় দেয়া আমাদের ইমানি দায়িত্ব। জনগণের ভালবাসায় বিপুল ভোটে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নির্বাচন পরবর্তী সময়টা যেহেতু এখনো দায়িত্বভার গ্রহণ করিনি তাই এই সময়টা কি করা যায় এমন একটা ভাবছিলাম আর এরমধ্যে পিতলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি হারুন আল মোবারক সাহেব আমাকে তাবলীগের দাওয়াত দিয়ে বসলেন। আমিও দাওয়াত পেয়ে ইউনিয়নের নবনির্বাচিত সকল মেম্বারদের সাথে আলোচনা ও পরামর্শ করে দাওয়াত কবুল করে নিলাম। যেহেতু এর আগে আমি অনেকবার তাবলীগে সময় দিয়েছি তাই এটা আমার কাছে নতুন কিছু না। তবে সকল মেম্বারদের নিয়ে তাবলীগ এটা অবশ্যই একটু ব্যাতিক্রম এবং এটা সম্ভব হয়েছে একমাত্র মুফতি সাহেবের জন্যই। আমরা তাবলীগে এসেছি কোনো লোকদেখানোর জন্য না, বরং আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষকে ইসলামের দাওয়াত দেয়ার জন্য এবং নিজেদের দিলের ভেতর কিছু এলমে দ্বীন পয়দা করার জন্য। আমি ও আমরা চাই আমাদের মত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চেয়ারম্যান মেম্বারদের নিয়ে এভাবে তাবলীগে বের হউক। খুশির খবর আমরা এই ইউনিয়নে তাবলীগ জামাতে আসার পর অলরেডি এখানকার স্থানীয় নবনির্বাচিত চেয়ারম্যান সহ সকল মেম্বার আমাদের সাথে দেখা করেছেন। আমাদের দেখে উদ্ভুদ্ধ হয়ে নিজেও সকল মেম্বারদের নিয়ে ৩ দিনের জন্য এক দুদিনের ভেতর আল্লাহর রাস্তায় বের হবেন বলে কথা দিয়েছেন। এভাবে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, থানা থেকে জেলা বাংলাদেশের সব জায়গাতেই চেয়ারম্যান তার মেম্বারদের নিয়ে তাবলীগে বের হবেন আশা রাখি ইনশাআল্লাহ। আর এই ৩ দিনের তাবলীগের মাধ্যমে যেনো নিজেদেরকে পরিশুদ্ধ করে ইউনিয়নের দায়িত্বভার গ্রহন করে আমি সহ আমার মেম্বাররা সঠিক ন্যায় ও নিষ্ঠার সাথে জনসেবা করতে পারি, দায়িত্ব পালন করতে পারি, মানুষের পাশে দাড়াতে পারি তারজন্য সকলের কাছে দোয়া চাই।

উল্লেখ্য, আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন এবারের ৪র্থ ধাপের নির্বাচনে সিদলা ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে অন্য দুই প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি দুই দুইবার উক্ত ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ৩ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কয়েকবার হজ্ব পালন সহ অসংখ্যবার দ্বীনের তাবলীগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *