12:31 AM, 13 November, 2025

হালদায় মরে ভেসে উঠেছে বিপন্ন প্রজাতির ডলফিন

3

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হাটহাজারী থানার চানখালী এলাকার হালদা নদীতে মরে ভেসে উঠেছে বিপন্ন প্রজাতির একটি ডলফিন। আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মৃত ডলফিনটি উদ্ধার করে এলাকাবাসী।হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মনজুরুল বলেন, হালদা নদীর চানখালী এলাকায় মৃত একটি ডলফিন ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও আমরা ডলফিনটি পরীক্ষা করি। পরীক্ষায় ডলফিনটির শরীরে কোনো ধরনের আঘাত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ডলফিনটি বয়সের কারণে মারা গেছে। অর্থাৎ এটি স্বাভাবিক মৃত্যু।তিনি বলেন, সাড়ে সাত ফুট লম্বা ডলফিনটির ওজন ১২০ কেজি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এটি নিয়ে হালদায় ২৯টি ডলফিনের মৃত্যু হলো। এগুলোর বেশির ভাগের গায়ে আঘাতের চিহ্ন ছিল।

তিনি আরও বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় বর্তমানে ১২৭টির মতো ডলফিন রয়েছে। ২০১৮ সালে হালদায় ডলফিনের সংখ্যা ছিল ১৬৭টি। ২০১৭ সালের পর থেকে এখন পর্যন্ত হালদায় ২৯টি ডলফিনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর একটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন ছিল।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, হালদায় যে ডলফিন দেখা যায়, তা স্থানীয়ভাবে উতোম বা শুশুক নামে পরিচিত। মিঠাপানির স্তন্যপায়ী এই প্রাণী গেঞ্জেস বা গাঙ্গেয় ডলফিন। সাধারণত দূষণমুক্ত পরিষ্কার পানিতে এটি বিচরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *