11:13 PM, 12 November, 2025

গাজীপুরে ২ পুলিশকে চড়-থাপ্পড়, যুব মহিলা লীগ নেত্রী আটক

ruhunnesa-runa

গাজীপুরের চান্দনা এলাকায় উল্টো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন্নেছা রুনা। এতে বাধা দেয়ায় ট্রাফিক পুলিশের দুই পুলিশ কনস্টেবলকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে রুনার বিরুদ্ধে।

এ ঘটনায় ১৪ মার্চ, শনিবার দুপুরে রুহুন্নেছা রুনাকে আটক করেছে গাজীপুর মেট্রো পলিটন বাসন থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, যুব মহিলা লীগের নেত্রী রুহুন নেছা রুনা উল্টা পথে গাড়ি চালাচ্ছিল। এ সময় কর্তব্যরত অবস্থায় দুই কনস্টেবল তাকে বাধা দেয়। এতে তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের চড়-থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে পুলিশ তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার আহম্মেদ চৌধুরী জানান, দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন যুব মহিলা লীগ নেত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহুন নেছা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।