
বরগুনা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী দিবসে পিভিএ'র মডারেটর শিউলী মালা,নাসরিন শিপু, স্নেহালতা বিশ্বাস এবং পিভিএ'র সদস্য জিন্নাতুন নেছা,মাহমুদা পারভিন ও তিথি মিত্র যৌথভাবে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় আমতলী সরকারি কলেজের সামনে পৌরসভার ২০ জন নারী পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক ও খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
ব্যতিক্রমী এমন উদ্যেগের বিষয়ে জানতে চাইলে শিউলি মালা বলেন, করোনা ভাইরাসের প্রতিরোধে কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকেরা। যেহেতু ভাইরাসটি ছোঁয়াছে তাই সকলকে সচেতন থাকতে হবে।
জনসচেতনতা বৃদ্ধি এবং করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক ব্যবহারে আগ্রহী করার জন্য এ উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধের এমন ব্যতিক্রমী উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম