গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ধানক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন বিচারক দম্পতি। আজ ২১ এপ্রিল রববিার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন শেষে পুলিশের পক্ষ থেকে নবজাতককে হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ১৬ এপ্রিল পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী গোডাউন বাজার এলাকার একটি ধানক্ষেত শিশুটিকে ধানক্ষেতে পরে ছিল। ওই এলাকার শামিমা আক্তার নামে এক মহিলা শিশুটিকে উদ্ধার করে নিজের বুকের দুধ পান করায় এবং গাইবান্ধা জেলা সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করায়। এই খবর বিভিন্ন গন মাধ্যমে প্রকাশ পেলে পলাশবাড়ী থানা পুলিশ হস্তক্ষেপ করে।
মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেন, এই নবজাতকের দায়িত্ব গ্রহনের জন্য বেশ কিছু নিঃসন্তান দম্পতি আগ্রহ প্রকাশ করলে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ১৬ সদস্যের টিম গঠন করে দেয়। তাদের সিদ্ধান্ত মোতাবেক আজ জেলা পুলিশ আইনী প্রক্রিয়া শেষে ওই বিচারক দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, নবজাতককে গ্রহনকারী বিচারক দম্পতি তাদের পরিচয় গোপন করার জন্য সংবাদ কর্মীদের কাছে অনুরোধ করেছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম