কলকাতার বাজারেও বাড়ছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ছুঁয়েছে ১০০ টাকায়। এমন অবস্থায় হয়তো চোরদের কাছেও টাকার চেয়ে পেঁয়াজ বেশি মূল্যবান হয়ে উঠেছে। এই রকমই এক ঘটনা ঘটে গেলো পশ্চিম মেদিনীপুর জেলায়। চোর দোকানে ঢুকে পেঁয়াজ চুরি করে নিয়ে গেলো, অথচ ক্যাশবাক্সে হাতও দিলো না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মেদিনীপুরের সুতাহাটা এলাকার রাস্তার ধারে একটা কাঁচা সবজির দোকান আছে অক্ষয় দাসের, মঙ্গলবার সকালে দোকানের দরজা খুলে অবাক হয়ে যান তিনি।
সোমবার দিন রাতে তার দোকানে কয়েকজন চোর ঢুকে পড়ে, দোকান থেকে কি কি চুরি গেছে তা দেখতে গিয়ে দোকানদারের অবাক হয়ে যান। দিনি দেখেন, পেঁয়াজ ছাড়া কোনো কিছুই চুরি হয়নি দোকান থেকে। এমনকি ক্যাশবাক্সেও হাত দেয়নি চোর।
অক্ষয় দাস বলেন, ‘পেঁয়াজ, রসুন ও আদা মিলিয়ে প্রায় ৫০০০০ টাকার জিনিস চুরি হয়েছে দোকান থেকে। অথচ ক্যাশ বাক্স থেকে একটা পয়সাও চুরি করেনি তারা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম