শিশুটির স্বজনের খোঁজ মিলেছে, মা-দাদী এখনো নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা শিশুটির স্বজনদের খোঁজ মিলেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার চাচার সাথে কথা বলে শিশুটির নাম নাইমা বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এদের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় একটি কন্যাশিশুকে। আতঙ্কগ্রস্ত শিশুটি নিজের নাম বলতে পারছিল না। পরে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার অভিভাবকের সন্ধান পাওয়া যায়। শিশুটির চাচা মানিক কয়েকটি গণমাধ্যমকে জানান, শিশুটির নাম নাইমা। তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলেও জানিয়েছেন মানিক।
মানিক জানান, শিশু নাইমাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুরে ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাদের ট্রেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার সংবাদে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওনা হয়েছেন নাইমার বাবা মাইনুদ্দিনও। কিন্তু তারা কেউই নাইমার মায়ের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। যে কারণে তারা কোথায় কী অবস্থায় আছেন কিছুই জানতে পারছে না স্বজনেরা।
এর আগে শিশুটির স্বজনদের খোঁজ চেয়ে ফেসবুক স্ট্যাটাসে দেন সাঈদ রিমন নামের এক ব্যক্তি। তিনি লিখেন ‘এই বাচ্চাটি আজ ভোরে তূর্ণা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সময় আহত অবস্থায় উদয়ন এক্সপ্রেসে ছিলো। মেয়েটির মা-বাবা বা কোনো অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। মেয়েটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হসপিটালে চিকিৎসাধীন আছে। দয়া করে ছবিটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিন এবং বাচ্চাটির পরিবারের সন্ধান পেতে সহায়তা করুন।
