বাগেরহাটে বুলবুলের রাতে এলো ‘বুলবুলি’

ঘূর্ণিঝড় বুলবুল যখন উপকূলের দিকে ধেয়ে আসছিলো ঠিক তখন আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এক কন্যাশিশু।
শনিবার মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়। ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেয়ায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় ‘বুলবুলি’।
শিশুটির মায়ের নাম হনুফা বেগম, আর বাবা বায়েজিদ শিকদার। বাবা পেশায় একজন ডেকোরেটর শ্রমিক।ঘূর্ণিঝড়ের সাথে মিলিয়ে মেয়ের নাম ‘বুলবুলি’ রাখেন বাবা। তিনি সবার কাছে মা ও মেয়ের জন্য দোয়া কামনা করেন।
