সেই লাগেজ থেকে উদ্ধার হলো হাত-পা-মাথা বিহীন লাশ

ময়মনসিংহ রহস্যে ঘেরা লাগেজ থেকে এক ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় পাওয়া যায়নি। তবে এটি ২৫-৩০ বছর বয়সের একজন পুরুষের লাশ বলে ধারণা করছে পুলিশ। ২০ অক্টোবর, রবিবার রাত ৮ টায় বোমা সন্দেহে লাগেজটি ঘিরে রাখা হয়।
২১ অক্টোবর, সোমবার সকালে নগরীর পাটগুদাম ব্রিজের কাছ লাশটি উদ্ধার করা হয়। ময়মনসিংহ সদর থানার উপপরিদর্শক (এসআই ) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, বোমা সন্দেহে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়। আজ সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর লাগেজ খুলে লাশ দেখতে পায় তারা। তবে লাগেজে লাশটির মাথা ও হাত-পা ছিল না।
এসআই আশিকুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
