জীবন থেকে ৬ মাস হারিয়ে গেছে : দিশা পাটানি

বিনোদন ডেস্কঃ শরীরচর্চার সময় চোট পেয়ে স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছিলেন বলিউডের ফিট অভিনেত্রী বলে পরিচিতি দিশা পাটানি! সম্প্রতি এ বিষয়েই মুখ খুললেন তিনি। জানিয়েছেন, টানা ৬ মাস তার কিছুই মনে ছিল না।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিশা পাটানি জানান, একবার ট্রেনিং করার সময় কংক্রিটের ধাক্কা লেগে মাথায় আঘাত লাগে তার। তারপরই ছয় মাসের জন্য তার স্মৃতি নষ্ট হয়ে যায়। দিশা বলেন, ‘আমার জীবন থেকে ছ’মাস যেন হারিয়ে গিয়েছিল। কিছুই মনে ছিল না আমার।’
তবে কোনকিছুই তাকে দমাতে পারেনি। নিয়মিত জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্টসের অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। তার মতে আঘাত অনুশীলনেরই একটা অংশ। শ্যুটিংয়ের কাজে ব্যস্ত না থাকলে জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্টস নিয়েই থাকেন দিশা।
তিনি বলেন, ‘তিন বছর আগে জিমন্যাস্টিক্স শুরু করি আমি। জিমন্যাস্টিক্সের থেকে মার্শাল আর্টস অনেক সহজ। জিমন্যাস্টিক্সের জন্য সাহসীও হতে হয়। অনেক সময় ব্যয় করে আমি এই জায়গায় পৌঁছেছি। প্রতিদিন এগুলো অনুশীলন করতে হয়। আঘাত লাগলে তবেই কোথাও পৌঁছনো যায়।’
