
বিনোদন ডেস্কঃ মরণোত্তর চক্ষু দান করার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের আলোচিত-সমালোচিত মডেল সানাই মাহবুব। এরই মধ্যে সন্ধানী আই কেয়ারের সঙ্গে চক্ষু দান বিষয়ে কথা হয়েছে তার। ফর্ম-ফিলাপও করেছেন।
এই প্রসঙ্গে সানাই বলেন, ‘আমি মরণোত্তর চক্ষু দান করছি। আমার মৃত্যুর পরে কোন মানুষ যদি আমার এই চোখ দিয়ে আবারও পৃথিবীর আলো দেখতে পায় সেই আমরা জন্য বড় পাওয়া হবে। বেশ কিছু দিন আগে খুব অল্প বয়সে আমার এক আত্মীয় মারা যান। তার মৃত্যু দেখেই মনে হয়েছিলো আমিও যদি মরে যায় তাহলে এই চোখের আর কী প্রয়োজন হবে! তখনই ভেবে রেখেছিলাম মরণোত্তর চোখ দান করবো। সেটাই করলাম।’
উল্লেখ্য, সম্প্রতি এই মডেলের ‘দেশলাই’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। এছাড়া ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন—দ্য হিডেন ফায়ার’ শিরোনামের দুটি চলচ্চিত্রে কাজ করলেও এখন পর্যন্ত তার একটি চলচ্চিত্রও মুক্তি পায়নি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম