11:13 PM, 12 November, 2025

পুরান ঢাকার আব্বাসকে দেখা যাবে যেসব হলে

abbas_3

বিনোদন ডেস্কঃ আগামীকাল শুক্রবার (৫ জুলাই) দেশজুড়ে ৩৭ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘আব্বাস’। নায়ক নিরব হোসেন এই বিষয়টি জানিয়েছেন।

অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘আব্বাস’-এ দেখা যাবে পুরান ঢাকার একটি ছেলের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস বনে যাওয়ার গল্প। ‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সিনেমায় নিরবের বিপরীতে রয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। তাদের পাশাপাশি আরও রয়েছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

যেসব হলে মুক্তি পাচ্ছে আব্বাস-

ঢাকা: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার (যমুনা), মধুমিতা, বলাকা, রাজমনি, সেনা, শাহীন, পুনম, এশিয়া, গীত, মুক্তি, পূরবী।

ঢাকার বাইরে: চম্পাকলি (টংগী) বর্ষা (জয়দেবপুর), রানিমহল (ডেমরা), গুলশান (নারায়ণগঞ্জ), নিউ গুলশান (জিঞ্জিরা), দর্শন (ভৈরব), শাপলা (রংপুর), মানসী (কিশোরগঞ্জ) মাধবী, (মধুপুর) রজনীগন্ধা (চালা), রুপকথা (শেরপুর), আলমাস (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), পুরবী (ময়মনসিংহ ), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা) লিভার্টি (খুলনা), বনলতা (ফরিদপুর) রাজ (কুলিয়ারচর) বিজিবি (সিলেট), হ্যাপি (লক্ষ্মীপুর) মুন (হোমনা) মেহেরপুর তকিজ (মেহেরপুর) ও মহন (হবিগঞ্জ)।