10:12 PM, 12 November, 2025

ঢাকায় আসছে ‘স্পাইডার-ম্যান’

spider-man

বিনোদন ডেস্কঃ বিশ্বজুড়ে হলিউড সিনেমার দর্শকদের অন্যতম প্রিয় পছন্দের চরিত্র ‘স্পাইডার-ম্যান’। দুই বছর আগে মুক্তি পাওয়া সিরিজের সবশেষ ছবি ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিলো। এরপর থেকেই দর্শকদের অপেক্ষার পালা শুরু, কবে আসছে এই সিরিজের নতুন ছবি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান : ফার ফ্রম হোম’। আর বাংলাদেশের দর্শকদের অপেক্ষার পালাটা শেষ হবে আগামী শুক্রবার। এদিন ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

জন ওয়াটসের পরিচালানায় এই ছবিতে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এটি হবে স্পাইডারম্যান চরিত্রে হল্যান্ডের দ্বিতীয় ছবি। স্পাইডারম্যান ছাড়াও জনপ্রিয় ছবি ‘অ্যাভেঞ্জার্স’ ছবির কয়েকটি দৃশ্যে দেখা গেছে এই অভিনেতাকে। এবার নতুন এক শত্রুর মোকাবিলা করতে দেখা যাবে স্পাইডিকে। ছবিতে এমজে চরিত্রে অভিনয় করেছেন গায়িকা ও অভিনেত্রী জেনডায়া।

এদিকে, চলতি বছর মুক্তি পাওয়া সুপারহিরো সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’-এর শেষ সিরিজ ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে স্পাইডারম্যানের নতুন ছবিটি। ভুয়া সংবাদ ও সংবাদকে বিকৃতভাবে উপস্থাপন করার বিষয়গুলোও উঠে আসবে এই ছবিতে। এতে নতুন একটি চরিত্র কুয়েন্টিন বেকের ভূমিকায় অভিনয় করছেন জ্যাক গাইলেনহাল। এছাড়াও থাকছে নতুন বেশ কিছু চমক। গুজব আছে, অ্যাড্রিয়ান টুমস (মাইকেল কিটন) অর্থাৎ হোমকামিং মুভির ভিলেন ভালচার এ ছবিতে থাকতে পারেন।