6:34 AM, 13 November, 2025

গায়িকা মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

mila_6

বিনোদন ডেস্কঃ সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (২৩ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৯ ঢাকা এ আদেশ দেন।

২০১৭ সালে মিলার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় চার্জ গঠন হয় ২০১৮ সালে। কিন্তু দেড় বছর ধরে মিলা সাক্ষী দিতে না আসায় একাধিকবার সমন জারি করা হয়। তাই মিলা আদালতে হাজির না হওয়ায় অবশেষে এ আদেশ দেওয়া হয়।

এদিকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলা একাধিকবার আদালত, মাননীয় বিচারক, বিজ্ঞ আইনজীবীদের নিয়ে কটূক্তি করায় কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার আইনজীবীর কাছে তাও জানতে চেয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।