আজ নুসরাতের বিয়ে

বিনোদন ডেস্কঃ আজ বিয়ের পিঁড়িতে বসবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। প্রেমিক নিখিল জৈনকেই বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসেবে। বিয়ের উদ্দেশে গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত।
আজ (১৯ জুন) তুরস্কের বোদরুম শহরে তাদের বিয়ের আসর। জানা গেছে, তাদের দুজনের পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন গেছেন সেখানে। ১৭ জুন তাদের বিয়ের পার্টি হয়েছে। ১৮ জুন মেহেদি ও সংগীতের অনুষ্ঠান হয়েছে। আর বিয়ের পর ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি।
ভারতীয় গণমাধ্যমের জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষে দেশে ফিরে ২৫ জুন আইনি মতে বিয়ে করবেন নুসরাত ও নিখিল।
‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।
