র্যাবের অভিযান নিয়ে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন ডেস্কঃ সুন্দরবনের জলদস্যু মুক্ত করার এক আশ্চর্য উপাখ্যান নিয়ে ‘অপারেশন সুন্দরবন’ নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। এবারের ছবিটি নির্মিত হবে র্যাবের দুঃসাহসিক সব অভিযান নিয়ে।
এমনটাই জানিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই নির্মাতা। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত রেস্তোয় ছবিটি নির্মাণের জন্য র্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্রয়োজনা প্রতিষ্ঠান থ্রি হুইলারসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও র্যাবের এডিজি (অপস) জাহাঙ্গীর আলম।
ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন কে, তা এখনই বলতে চান না দীপংকর দীপন। চলতি বছরই ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং শুরু হবে।
