চলে গেলেন নির্মাতা নাজমুল হুদা মিন্টু

নিউজ ডেস্কঃ চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা নাজমুল হুদা মিন্টু। আজ (রবিবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় লন্ডনের একটি হাসপাতালে তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা।
কবিরুল ইসলাম রানা জানান, আজ লন্ডনে নাজমুল হুদা মিন্টুর চিকিৎসা চলছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ব্রেইন স্ট্রোকে তিনি মৃত্যুবরণ করেছেন।
রানা বলেন, ‘মিন্টু ভাইয়ের মরদেহ দেশে আনা হবে না। তার পরিবারের সবাই লন্ডনে থাকেন। এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেখানেই তাকে দাফন করা হবে।’
১৯৪২ সালের ৫ই ডিসেম্বর তিনি নওগাঁ জেলার শান্তাহারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। নাজমুল হুদা মিন্টু পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সূর্য ওঠার আগে’, ‘চৌধুরী বাড়ি’, ‘ডাক পিয়ন’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘দিনের পর দিন’, ‘সংঘর্ষ’, ‘মধুমালতি’, ‘ঘরে বাইরে’।
