
বিনোদন ডেস্কঃ ঢালিউডে বর্তমানের সেরা নায়ক শাকিব খান। সম্প্রতি একটি ফ্যাশন হাউজের সেহরি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। সেখানে তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘পাসওয়ার্ড’ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নিজেকে সিনেমাতে ডক্টরেট ডিগ্রিওয়ালা বলে মন্তব্য করেন। আর সেই ভিডিও ক্লিপ এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে শাকিব খানকে পাসওয়ার্ড ছবি সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন, ‘আমি শাকিব খান দেখাতে চেয়েছি, বাংলাদেশ কেন, আমাকে যদি সুন্দরবেনও ছেড়ে দেয়া হয় তাহলে সেখানে বসেও ইন্টারন্যাশনালমানের সিনেমা বানিয়ে দেখাতে পারব। আমি যেহেতু সিনেমা সম্পর্কে জানি, এ বিষয়ে ডক্টরেট করা সেহেতু এটা আমার কাছে কোনো বিষয় না।’
তিনি আরো বলেন, ‘পাসওয়ার্ড’ ছবি দেখে সবাই বলবে, এটি বাংলাদেশর ইন্টারন্যাশনালমানের একটি সিনেমা। এটি শুধু নায়ক শাকিব খানের সিনেমা না, বাংলাদেশের ষোলো কোটি মানুষের সিনেমা। আমার এই ছবির মাধ্যমে আমি জানাতে চেয়েছি, বাংলাদেশে বসেও আমরা ইন্টারন্যাশনালমানের সিনেমা বানাতে।’
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘পাসওয়ার্ড’। এটি ছাড়াও শাকিব খান অভিনীত আরো একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে ঈদে। ছবির নাম ‘নোলক’। ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সাকিব সনেট। যদিও শাকিব খান চাইছেন না ‘নোলক’ ঈদে মুক্তি পাক।
এই ছবি সম্পর্কেও শাকিব খান বলেন, ‘নোলক’ খুব ভালো ছবি। কিন্তু আমি চাইনি ছবিটি ঈদে মুক্তি পাক। আসলে প্রত্যেকটি ছবি আমার সন্তান। আমি জানি কোন সিনেমাটা কেমন এবং কখন মুক্তি দেয়া উচিত। ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে শবনম বুবলী ও ববি। ইতিমধ্যে ‘নোলক’ ছবির টিজার অনলাইনে প্রকাশ পেয়েছে। তবে এখন পর্যন্ত ‘পাসওয়ার্ড’ ছবির ট্রেইলার বা টিজার কিছুই মুক্তি পায়নি।
শাকিব খান জানিয়েছেন মঙ্গলবার (২৮ মে) থেকে ঈদের আগে অব্দি পর্যায়ক্রমে ছবির টিজার, ট্রেইলার প্রকাশ হবে। এদিকে, ‘পাসওয়ার্ড’র প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শাকিব খান। আজ মঙ্গলবার শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক সংবলিত ফ্রেম প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার Profile Picture এ PASSWORD-এর Frame Add করে নিন।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম