পরীমণিকে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী: হাইকোর্ট

পরীমণিকে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী,এবং মাদকসহ আটক করে পরীমণির মিডিয়া ট্রায়াল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে চিত্র নায়িকা পরিমনির আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন আদালত। চিত্র নায়িকা পরিমনির আইনজীবী অ্যাডভোকেট শাহিনুজ্জামান বলেন, মাদকের যে চার্জশিট দিয়েছে এখানে যে জব্দ তালিকা হয়েছে সেখানে অ্যালকোহলের পরিমাণ কতটুকু ছিল তা চার্জশিটে উল্লেখ ছিল না এবং কেমিক্যাল রিপোর্টে যেটা এসেছে ওইটার সাথে এফেয়ার এর কোনও সামঞ্জস্যতা নেই। এর আগে ২০২১ সালের চৌঠা আগস্ট বনানীতে অভিযান চালায় র্যাব।
পরে তাকে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার দেখানো হয়। ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মামলার প্রতিবেদন দাখিল পর্যন্ত পরিমনির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এই মামলায় ৪ অক্টোবর পরিমনি সহ তিনজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশের তদন্ত বিভাগ।

Your article helped me a lot, is there any more related content? Thanks!