
দিশাহীন মন
সুমাইয়া আক্তার (মিম)
হয়তো আজ খুব মন খারাপ
অঝোরে কাঁদতে পারছি না।
মনের গোপন ব্যাথাগুলো
বার বার ভাঙ্গছে মনের বাঁধ।
অশ্রু পরে দু গাল বয়ে
নিরব কান্না কে বা শুনে?
কে বা রাখে প্রতিদিনের খোঁজ
কতো স্বপ্ন হচ্ছে নিখোঁজ।
খোঁজে চলেছি নিজেকে বারবার
উপায় পাইনা ভালো থাকার।
বোঝেনা মন, সামনে যে তার
উকি দিচ্ছে বিপদের পাহাড়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম