বসন্তের কোকিলরা যখন দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে নকল অমৃত সুধায়, তখন দেহে প্রাণ আছে কী নেই সেটা কে খবর রাখে।
গামলার তলানিতে জমে থাকা মধুর অন্বেষণে, ঝাঁকে ঝাঁকে পিপীলিকারা পা ঢুকিয়ে চেটে খাওয়ার প্রাণান্ত চেষ্টায় মগ্ন, তখন জীবনের সোপান খুঁজে সময় নষ্ট করা বোকামী ছাড়া আর কিছু নয়!