9:56 PM, 12 November, 2025

বঙ্গমাতা চরিত্রে পূর্ণিমা

fazilatunnesa-purnima

এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে স্বল্পসময়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।

জুয়েল মাহমুদের পরিচালনায় এ চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আরেক গুণী অভিনয়শিল্পী আহমেদ রুবেলকে। ইতোমধ্যে মানিকগঞ্জে গত সপ্তাহে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন পূর্ণিমা। ইতোমধ্যে তার অংশের শুটিং শেষ হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

পূর্ণিমা বলেন, ‘ঐতিহাসিক একটি চরিত্র এটি। কিন্তু এতে আমার উপস্থিতি কম। কিছুটা ক্যামিও চরিত্রের মতো। বঙ্গবন্ধুর যৌবনকালে আমাকে দেখা যাবে। তখন তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহিদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারাদেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই।’

অল্প সময়ের হলেও চরিত্রটি খুব চ্যালেঞ্জিং বলেও জানান তিনি। আর এতে পূর্ণিমাকে বেগম ফজিলাতুন্নেছার তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে। এ চলচ্চিত্রটি দেখে দর্শক অনেক কিছু জানতে পারবেন বলেও আশা প্রকাশ করেন পূর্ণিমা।

নির্মাতা জুয়েল মাহমুদ এ চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘অনেকদিনের আশা ছিল ঐতিহাসিক গল্প নিয়ে একটি ছবি নির্মাণ করার। প্রথমেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রটি নিয়ে বেশি ভেবেছি। অভিনেত্রী পূর্ণিমাকে আমার এ চরিত্রের জন্য মানানসই মনে হয়েছে।’ পূর্ণিমা অভিনীত চরিত্রটি দর্শকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন এ নির্মাতা।