সম্প্রতি এক টক-শোতে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের দেখা মিললো লাল রঙের ‘আগুনে’ পোশাকে। রোজি আসৌলিনের ডিজাইন করা ওয়ানপিস সেই পোশাকটির ছবি আবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেন দীপিকা।
এতেই যেন ভক্তদের হৃদয়ে শুরু হয় তোলপাড়। কেউ কেউ তো বলা শুরু করেন, দীপিকার থেকে চোখই সরানো যাচ্ছে না! হাজারো কমেন্ট-শেয়ারের বন্যা বয়ে যায় ছবিটি ঘিরে।
ছবিটির পোস্টেই লাল রঙের পোশাক পরার কারণ ব্যাখ্যা করেন দীপিকা। তিনি জানান, লাল রং মানুষকে আরো ‘ক্ষুধার্ত’ করে তোলে। এ ছাড়া লাল রঙের পোশাক পরলে দ্রুতই লোকজনের মনোযোগ কাড়া যায়। আর লাল পোশাক লোকজনকে উত্তেজিত করে হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়। এসব কারণেই নাকি তিনি ওই অনুষ্ঠানে লাল পোশাকে গিয়েছিলেন বলেও জানান দীপিকা।
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া দীপিকার ওই পোস্ট দেখে আপ্লুত তার স্বামী রণবীর সিংও। স্ত্রীর লাল রঙের পোশাক পরার ব্যাখ্যার জবাবে তিনি লিখেন, ‘উপরের সব কটা লক্ষণই আমার মধ্যে চলছে।’
প্রথম বিবাহবার্ষিকীর আগের দিন তারকাজুটির এ প্রেমালাপও বেশ উপভোগ করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম