11:13 PM, 12 November, 2025

এফডিসি প্রবেশে বাধার মুখে সোহেল রানা

image-193378

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সকাল থেকেই চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিএফডিসি চত্বরে কড়া নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে কিছুটা বিপাকে পড়েন ভোটার এবং গণমাধ্যম কর্মীরা।

এদিকে সকালে ভোট দিতে এসে অভিনেতা সোহেল রানাও পুলিশি বাধার মুখে পড়েন বিএফডিসির প্রধান ফটকে। কর্তব্যরত পুলিশ সদস্যরা তার কাছে কার্ড দেখতে চান। এ সময় তিনি তার পরিচয় দিলেও তাকে প্রায় ৫ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়।

সাংবাদিকদের সোহেল রানা বলেন, এমন প্রথম দেখছি। নির্বাচন দেখে মনে হচ্ছে পুলিশ ক্যাম্প। শিল্পীদের নির্বাচনে এত পুলিশ থাকবে কেন? এখানে এত ধাপ পেরিয়ে ভোট দিতে কেন আসতে হবে? আমাকে গেটে আটকানো হয়েছে। আমার সঙ্গে যারা এসেছে তাদেরকেও প্রবেশ করতে দেয়া হয়নি।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস এবারের নির্বাচনে শিল্পীরা যাদের ভোট দিয়ে নির্বাচন করবেন, নেতৃত্বে এসে তারা শিল্পীদের নিরাশ করবেন না।

এবারের নির্বাচনে মোট ভোটার ৪৪৯ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত’র বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

মোট কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন— অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।