শাকিবের বিপরীতে থাকছেন না কোয়েল

ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে অভিনয়ের সংবাদ নাকচ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ‘হ্যাকার’ নামের একটি সিনেমায় তিনি অভিনয় করবেন বলে গণমাধ্যমে প্রকাশের প্রেক্ষিতেই এমন তথ্য জানান কোয়েল।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘হ্যাকার’ নামের সিনেমাটি। যা পরিচালনা করবেন আলোচিত নির্মাতা মালেক আফসারী। পরিচালকের বরাত দিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কোয়েল মল্লিকের অভিনয়ের খবর প্রকাশিত হয়।
এরই প্রেক্ষিতে কোয়েল জানান, এ ছবির ব্যাপারে পরিচালকের সঙ্গে কোনো আলাপ হয়নি।
তিনি বলেন, ‘এ ধরনের কোনো ছবির ব্যাপারে বাংলাদেশের কারও সঙ্গে আমার আলাপ হয়নি। বিষয়টি নিয়ে অনেকে ফোন করছেন।’ এই সংবাদটিকে পুরোপুরি মিথ্যা বলেও জানান তিনি।
