5:25 PM, 20 November, 2025

ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভার মৃত্যু

Oplus_131072

Oplus_131072

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভা আর নেই। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসার পর তিনি ইহলোক ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, চাদঁপুর জেলার বাগাদী এলাকার বাসিন্দা প্রভা গত ২৬ অক্টোবর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাই নিজের সামর্থ্য অনুযায়ী তার জন্য সহযোগিতা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো কুবির এই মেধাবী শিক্ষার্থীকে।

সাড়ে ১২টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাসমানিয়া রহমান প্রভা। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী থেকে শুরু করে শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

সিএসই সোসাইটির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) শামীম হাসান ইয়াদ বলেন, “প্রভার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন তরুণ, সম্ভাবনাময় শিক্ষার্থীর এই অকাল প্রয়াণ বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে মর্মাহত করেছে। আমি বিভাগের পক্ষ থেকে প্রভার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন তাদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন এবং প্রভাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাছান শোক প্রকাশ করে বলেন, “যেকোনো শিক্ষার্থীর মৃত্যুই তো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি। আমাদোর একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে বিভাগ শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তারা যেন এ শোক সয়ে উঠতে পারে। শিক্ষার্থীরা দেশের সম্পদ, আর কোন শিক্ষার্থীকে আমরা হারাতে চাইনা।”

সর্বশেষ সংবাদ