মোঃ ইসলাম, ঠাকুরগাঁও (জেলা) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার রহিমানপুর পটুয়া ফেডারেশন চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, বিশেষ অতিথি সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, গোয়ালপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি দারশিকুল ইসলাম শুভ, ফকদনপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক মানিক চন্দ্র বর্মন, সংস্থার শিশু সুরা বিষয়ক অফিসার ম্যানুয়াল বৈদ্য প্রমুখ।

এ সময় ৯১৫ জন শিশুর মাঝে একটি করে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সংস্থার কর্ম এলাকায় ৩ হাজার ৪শ শিশুর মাঝে একটি করে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ করা হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম