নিউজ ডেস্কঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৯৩.৫৮ শতাংশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রাপ্ত ফলাফলে রাজশাহীতে ৩২ হাজার ৮০০ জন, বরিশাল ৯ হাজার ৯৭১ জন, চট্টগ্রাম ১৩ হাজার ৭২০ জন, কুমিল্লাহ ১৪ হাজার ১৫৩ ও সিলেটে ৪ হাজার ৭৩১ জন, দিনাজপুরে ১৫ হাজার ৩৪৯ জন, যশোর ২০ হাজার ৮৭৮ জন এবং ময়মনসিংহে ৭ হাজার ৬৮৭ জন জিপিএ-৫ পেয়েছেন।
উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার পরীক্ষার্থী বেশি ছিল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম